১৯ মে, ২০২৪, রবিবার

শিশুটির এ কেমন নাম!

Advertisement

ইন্দোনেশিয়ার সুমাত্রায় জন্ম শিশুটির। বয়স ১২ হলেও সম্প্রতি নিজের নামের জন্যই ভাইরাল হয়েছে ও। কারণ তার নামের প্রথম ‍দুটি অংশ তৈরি হয়েছে ইংরেজি বর্ণমালার প্রথম ১১টি অক্ষর দিয়ে। ছেলেটির নাম এবিসিডিইএফ জিএইচকে জুজু। বোঝাই যাচ্ছে শেষের জুজুটা হলো তার ডাকনাম।

কেন এমন নাম দেওয়া হলো জুজুকে? জাকার্তার স্থানীয় গণমাধ্যম লিপুতান-সিক্সকে উত্তর জানালেন জুজুর বাবা। তিনি বললেন, জুজুর জন্মেরও ছয় বছর আগে থেকে তিনি এ নাম ঠিক করে রেখেছিলেন। তার স্বপ্ন ছিল বড় লেখক হবেন, ইংরেজি বর্ণ নিয়ে চলবে তার দিন। সম্ভবত সেই স্বপ্ন পূরণ না হওয়াতেই এখন ছেলের নাম দিয়ে শখ মেটাতে চাইছেন তিনি। আর তাই ছেলে হোক মেয়ে হোক, পরের সন্তানের নামও ঠিক করে রেখেছেন- এনওপিকিউ আরএসটিইউভি। আর তিন নম্বর সন্তানের নাম হবে এক্সওয়াইজেড।

জুজুর পুরো নামটা এতদিন গোপনই ছিল। করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে এসেই হয়ে যায় জানাজানি। টিকার নিবন্ধন কর্মকর্তারা প্রথমে ভেবেছিলেন এটা বুঝি কৌতুক। পরে আইডি কার্ড বের করে দেখাতেই জানা গেলো আসল নাম। অবশ্য জুজুর বন্ধুরা এত বড় নামে তাকে ডাকে না। তারা এ থেকে এফ পর্যন্ত অক্ষরগুলো মিলিযে ‘আডেফ’ বলেই চালাচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement