২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

এ ধরনের আঘাত এলে চ্যানেল টিকিয়ে রাখা অসম্ভব – অ্যাটকো

Advertisement

বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স- অ্যাটকো দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপনের মূল্য ৩০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

গতকাল (৮ নভেম্বর) ঢাকার বনানীতে এসএফবিএল টাওয়ারে নবনির্বাচিত কার্যকরী কমিটির বৈঠক শেষে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

সংগঠনটি বলছে, বহুজাতিক কোম্পানিসহ অন্য বিজ্ঞাপনদাতারা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপনের দর কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অনেক চ্যানেলকে বিজ্ঞাপনদাতারা জানিয়ে দিয়েছেন ২০ থেকে ৩০ শতাংশ বিজ্ঞাপন মূল্য কমিয়ে দেওয়া হবে। বৈঠক শেষে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি বিজ্ঞাপনদাতারা ২০-৩০ শতাংশ দর কমাবেন। এ ধরনের আঘাত এলে চ্যানেল টিকিয়ে রাখা অসম্ভব। এটা হবে আমাদের জন্য একটি দুঃসংবাদ। মহামারি করোনাভাইরাসের কারণে গত দেড় বছর দুরবস্থার মধ্যে কাটিয়েছে টেলিভিশন শিল্প। এ সংকট এখনও সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারিনি আমরা। এরপর যখন সংবাদ আসে বিজ্ঞাপনের দর কমিয়ে দেওয়া হবে, সেটা এ শিল্পের জন্য অশনিসংকেত। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এর পরিপ্রেক্ষিতে আমাদের আজকের সভা থেকে বিদ্যমান বিজ্ঞাপন দর থেকে ৩০ ভাগ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। আমরা আশা করছি বিজ্ঞাপনদাতারা ৩০ ভাগ দর বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনায় নেবেন।

অ্যাটকো সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশের অর্থনীতি যখন সচল হচ্ছে, তখন বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত টেলিভিশন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাদের কাছে অনুরোধ করব অন্তত ৩০ শতাংশ বিজ্ঞাপনের দর বাড়াবেন বিজ্ঞাপনদাতারা। করোনাকালে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তা যেন কিছুটা হলেও পুষিয়ে নিতে পারি। সংকট সৃষ্টি না করে নতুন করে একে-অন্যের সহযোগী হিসেবে অবদান রাখতে পারি।

এ বিষয়ে অ্যাটকো নির্বাহী কমিটির সদস্য ড. রুবানা হক বলেন, করোনাকালের বিগত ২বছর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এখন সবার বাঁচা-মরার প্রশ্ন। আমাদের বিপদে ফেলে কারও লাভ হবে না। সবাইকে ঐকমত্যের ভিত্তিতে ৩০ ভাগ হারে দর বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিতে হবে।

সে সময় বৈঠকে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য ড. রুবানা হক। আরও উপস্থিত ছিলেন অ্যাটকো নির্বাহী কমিটির সদস্য ড. মাহফুজুর রহমান, টিপু আলম, আহমেদ জুবায়ের প্রমুখ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement