২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

করোনায় আক্রান্ত হয়েছেন রাফায়েল নাদাল

Advertisement

আবারও কোর্টে ফিরেই খারাপ সংবাদ পেলেন টেনিসের কিংস রাফায়েল নাদাল। তিনি করোনায় আক্রচান্ত হয়েছেন, আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে খেলে স্পেনে ফিরেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। গেলো সোমবার নিজের টুইটারে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান রাফায়েল নাদাল। টুইটে রাফা বলেন, কিছু অস্বস্তিকর মুহূর্ত পার করছি, তবে শিগগিরই ভালো বোধ করবো আশা করি।

কুয়েত ও আবু ধাবিতে থাকার সময়ে প্রতিটি কোভিড পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছিল। সবশেষ গত শুক্রবার করানো পরীক্ষার ফলও ছিল নেগেটিভ। দেশে ফিরে করানো পরীক্ষায় ফল আসে পজিটিভ।

পায়ের চোট কাটিয়ে আবু ধাবির এই প্রদর্শনী ইভেন্ট দিয়ে গত অগাস্টের পর এই প্রথমবার কোর্টে ফেরেন নাদাল। সেখানে গত শুক্রবার সেমি-ফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারে, এবং পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডেনিস শাপোভালভের বিপক্ষেও হারেন ক্লে কোর্টের রাজা।

আগামী ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে তিনি খেলবেন কি-না, সে নিশ্চয়তা দিতে পারেননি বর্তমানে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা এ তারকা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement