১৮ মে, ২০২৪, শনিবার

কাঠের আসবাবপত্রের দাগ তোলার উপায়

Advertisement

কাঠের আসবাবপত্রে ধুলা জমতে দেওয়া উচিত নয়।  নিয়ম করে শুকনা নরম কাপড় দিয়ে মুছে রাখা উচিত। সপ্তাহে অন্তত ২ দিন মুছে রাখুন। খুব ভেজা কাপড় দিয়ে একেবারেই মোছা উচিত নয়।

 কী করতে পারেন?

> পালিশ নষ্ট হয়ে গেলে কী করবেন? চা খাওয়ার পর টি ব্যাগ ডুবিয়ে নিন পানিতে। তবে কড়াভাবে জ্বাল দেওয়া চাপাতা দিতে হবে। চা স্বাভাবিক তাপমাত্রায় এল টি ব্যাগ ফেলে দিন। এরপর ওই পানিতে কাপড় ডুবিয়ে ভালো করে চিপে নিন। এরপর পুরোনো আসবাবপত্র মুছে নিন। রঙ চটে যাওয়া কাঠের আসবাবে ফিরবে উজ্জ্বলতা।

> কাঠের জিনিসে পানির দাগ পড়লে এর সৌন্দর্য মিনিটে নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে, ওই দাগের জায়গায় টুথ পেস্ট (জেল পেস্ট নয়) লাগিয়ে দিন। তারপর নরম কাপড় দিয়ে ঘষে নিন। টুথ পেস্ট তুলতে একটা হালকা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। 

> কাঠের আসবাবপত্রে কালি পড়ে অনেক সময়। এক্ষেত্রে এক চা চাচমচ বেকিং সোডা যেখান দাগ পড়েছে সেখানে লাগিয়ে দিন। এরপর নরম শুকনা কাপড় দিয়ে মুছে নিন। এরপর আবার নরম শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement