২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ হাজার কোটি টাকা ধার নিয়েছে ৫ ইসলামী ব্যাংক

Advertisement

বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার কোটি টাকা ধার নিয়েছে ৫টি ইসলামী ধারার ব্যাংক। এর মধ্যে ইসলামী ব্যাংক নিয়েছে সবচেয়ে বেশি ৭৫০ কোটি টাকা। গত দুদিনে এসব ব্যাংককে ধার দিতে ৫ হাজার ২৫০ কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইসলামী ধারার ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার বিশেষ সুবিধা চালু করে। এর আওতায় ব্যাংকগুলো সুকুক (শরিয়াভিত্তিক বিনিয়োগ বন্ড) জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে, যা শুরু হয় গত মঙ্গলবার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, তারল্য সুবিধা বাস্তবায়নের প্রথম দিন গত মঙ্গলবার ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামী ব্যাংককে ৪ হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক। গতকাল বুধবার জানা যায়, ব্যাংকগুলো ২ হাজার কোটি টাকা নিয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক নিয়েছে সবচেয়ে বেশি ৭৫০ কোটি টাকা। আর দ্বিতীয় দিন গতকাল এক হাজার ২৫০ কোটি টাকা ধার অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এদিন ব্যাংকগুলো কত টাকা নিয়েছে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, ‘সুকুকের বিপরীতে গত দুদিনে ৫ হাজার ২৫০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। সুকুকের বিপরীতে প্রয়োজন মতো টাকা নিতে পারবে ইসলামী ধারার ব্যাংকগুলো।’

দেশে ইসলামী ধারার ব্যাংক রয়েছে ১০টি। তারল্য সংকটে পড়লে এসব ব্যাংককে এত দিন টাকা ধার দিয়ে আসছিল ইসলামী ব্যাংক। তবে বর্তমান পরিস্থিতিতে ইসলামী ব্যাংককেও ধার নিতে হচ্ছে। ফলে ইসলামী ধারার অন্য ব্যাংকগুলোও বড় ধরনের তারল্য সংকটে পড়ে গেছে।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক থেকে অনেকে আমানত তুলে নেওয়ায় ব্যাংকটির আমানত প্রতিদিন কমছে। গত মঙ্গলবার ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকায়। গত ৩১ অক্টোবর আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement