১৯ মে, ২০২৪, রবিবার

রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে ৭ জনের মৃত্যু

Advertisement

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার জন। এছাড়াও কোভিড নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় আরও এক জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে এই সাত জনের মৃত্যু হয়। মারা যাওয়া সাত জনের মধ্যে রাজশাহীর চার জন, চাঁপাইনবাবগঞ্জের এক জন, নাটোরের এক জন ও নওগাঁর এক জন। এদের মধ্যে দুই জন পুরুষ ও পাঁচ জন নারী। যাদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে দুই জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন।

গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি আছেন ১৭৬ জন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭৫ জনের কোভিড পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। এছাড়াও কোভিড নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ২৪ জন।

সারাবাংলা ডেক্স/লালমনির হাট সংবাদদাতা

Advertisement

আরও পড়ুন

1 COMMENT

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement