২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

গায়ক ভাড়া করে গান শোনানো হচ্ছে বাঁদরদের!

Advertisement

গায়ক ভাড়া করে গান শোনানো হচ্ছে বাঁদরদের! প্রজননে উৎসাহ দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ।

রীতিমতো গায়ক ভাড়া করে এনে লাইভ গান শোনানো হচ্ছে বাঁদরদের। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

আমেরিকার বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মার্ভিন গায়েকে এনে গান শোনানো হচ্ছে বাঁদরদের।

ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে বারবারি ম্যাকাকু নামে বিশেয প্রজাতির বাঁদরের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু বিপুল পরিমাণে গাছ কাটা এবং চোরাচালানকারীদের জন্য বাঁদরের সংখ্যা কমে গেছে।

এখন বাঁদরদের প্রজননের মরসুম। গান শুনিয়ে তাই বাঁদরদের মন ভাল করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ।

একইসঙ্গে পুরুষ এবং স্ত্রী বাঁদরদের প্রজননে উৎসাহ দেওয়া হচ্ছে। সংরক্ষণ কেন্দ্রের অধিকর্তা ম্যাট লাভ বলেন, এই উদ্যোগ নিয়েছি বাঁদরদের জন্মহার বৃদ্ধির জন্য।

এই প্রজাতির বাঁদররা বিপন্ন। এটা প্রজননের মরসুম। তাই উদ্যোগটা কাজে লেগে যায় কি-না তা নিয়ে একটা পরীক্ষা-নিরীক্ষাও চলছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement