১৯ মে, ২০২৪, রবিবার

ঘূর্ণিঝড় অশনি : বদলাচ্ছে গতিপথ, ভারি বর্ষণের আভাস

Advertisement

গতিপথ বদলাচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উপকূলে এ ঝড়ের আঘাত হানার আভাস নেই। তবে অশনির প্রভাবে বাংলাদেশে ভারি বর্ষণ হবে।

সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। তিনি বলেন, ঘূর্ণিঝড় অশনি গতিপথ বদলে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা সরে যাচ্ছে। বাংলাদেশ উপকূলে আঘাত হানার আভাস নেই। এখন প্রবল ঘূর্ণিঝড়  হিসেবে থাকলেও উপকূলে আসার আগে শক্তি কমে যাবে। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভারি বর্ষণ হতে পারে।  

এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অশনির প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে। 

১০ মে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে উপকূলের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, অন্ধ্র থেকে ৪১০ কিলোমিটার এবং উড়িষ্যার পুরী থেকে ৫৯০ কিলোমিটার দূরে রয়েছে অশনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement