১৯ মে, ২০২৪, রবিবার

অনলাইনে ফি দিলেই চট্টগ্রাম বন্দরে ঢুকতে পারবে গাড়ি

Advertisement

নগদ অর্থ দিয়ে চট্টগ্রাম বন্দরে আর ঢুকতে পারবে না কোন গাড়ি। আগে থেকেই অনলাইনে আবেদন এবং অনলাইনে গেট পাস ফি পরিশোধ ছাড়া বন্দরের ভেতরে কোনো গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আজ বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই থেকে অনলাইনে ফি পরিশোধের পাশাপাশি প্রথাগত নিয়মে অর্থাৎ নগদ অর্থ পরিশোধের মাধ্যমেও মালবাহী গাড়ি প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরে। নতুন এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এতোদিন অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন এবং ফি নেওয়া হতো। তবে বুধবার থেকে অনলাইন ফি পরিশোধের বিষয়ে কঠোর হচ্ছে বন্দর ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, গত ২ আগস্ট এক চিঠিতে বন্দর ব্যবহারকারীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

অনলাইনে ফি পরিশোধে জটিলতা এড়াতে বন্দরের আটটি গেটের পাশেই সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement