২০ মে, ২০২৪, সোমবার

চালের দাম কমলেও মিলছে না ক্রেতা

Advertisement

মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম কেজিতে কমেছে ২-৩ টাকা। সরকারিভাবে খোলা বাজারে কম দামে চাল বিক্রি করায় দিনাজপুরের হিলিতে কমেছে মোটা জাতের চালের দাম।

ফলে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে বেচা-কেনা না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আজ ৬ ফেব্রুয়ারি দুপুরে হিলিতে চালের বাজার ঘুরে দেখা যায়, চাল নিয়ে বসে আছেন বিক্রেতারা। তবে ক্রেতা সমাগম তেমন একটা না থাকায় অলস সময় পার করছেন ক্রেতারা।

গত এক সপ্তাহে প্রতি কেজি মোটা জাতের চালের দাম ৪০ টাকা ছিল স্বর্ণা-৫ জাতের চাল কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৭ টাকা কেজি দরে। অন্যদিকে গুটি স্বর্ণা (হাইব্রিড) জাতের চাল কেজিতে ৩ টাকা কমে ৩৬ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে ৩৩ টাকা দরে।

চাল কিনতে আসা দুইজন ক্রেতা বলেন, চালের দাম আগের থেকে একটু কমছে। দাম এমন থাকলে আমাদের জন্য উপকার হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement