১৯ মে, ২০২৪, রবিবার

চীনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রতিশ্রুতি শি জিনপিংয়ের

Advertisement

চীনের সামরিক বাহিনীকে ইস্পাতের গ্রেট ওয়ালের মতো শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া শি জিনপিং।

এসময় দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা বজার রাখার ওপরও গুরুত্ব আরোপ করেছেন শি।

চীনের ন্যাশনাল কংগ্রেসের সমাপনী ভাষণে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় করোনা পরবর্তী চ্যালেঞ্জ ও সে থেকে উত্তরণের নানা বিষয় নিয়েও কথা বলেছেন এই চীনা নেতা।

পশ্চিমাদের সাথে সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয় নিয়েও কথা বলেছেন শি জিনপিং। সোমবার সারা দেশ থেকে আসা তিন হাজার প্রতিনিধির সামনে দেওয়া ভাষণে জিনপিং বলেছেন, ‘নিরাপত্তা হল উন্নয়নের মূল ভিত্তি। আর সমৃদ্ধির পূর্ব শর্ত হল স্থিতিশীলতা।’ 

তিনি এসময় জাতীয় নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার ঘোষণা দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement