২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৭টি স্বর্ণের বার জব্দ

Advertisement

ঝিনাইদহ মহেশপুরের ৫৮ বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে ৭টি স্বর্ণের বার জব্দ করেছে। আজ শনিবার সকাল ৮টায় জীবননগর উপজেলার মোল্লাবাড়ির মোড় থেকে একজনকে আটক করে তার কাছ থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

আটক জুয়েল হোসেন (৩৯) চুয়াডাঙ্গার দর্শনার দক্ষিণচাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। চুয়াডাঙ্গা ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জীবননগরের নতুনপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে জুয়েল হোসেনকে আটক করে। তার কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার ওজন ৭১ ভরি চার রতি। দাম ৬৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা।

তিনি আরো জানান, সোনা জুয়েল হোসেন শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় আটক করা জুয়েল হোসেনকে মামলাসহ জীবননগর থানায় সোপর্দ এবং জব্দ করা সোনা ট্রেজারিতে জমা দেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement