২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

ছিল ‘কুকুরছানা’ দুই বছর পর হয়ে গেল বিশাল ভালুক

Advertisement

চীনা পরিবারের ঘরে খুব আদরেই বড় হচ্ছিল একটি ‘কুকুর’। পোষা প্রাণীটির যত্নের কমতি ছিল না কোনো। তাই পালনের মাত্র দুই বছরে এর আকৃতি হয়ে উঠল বিশাল। ওজন গিয়ে দাঁড়াল ২৫০ পাউন্ডে (১১৪ কেজি)। এটি হাঁটছিল দুই পায়ে ভর করে। এতে সন্দেহ হয় পরিবারটির, যাকে তারা লালন করছেন, তা কি আসলেই কুকুর? পরে জানা গেল, কুকুর ভেবে এতদিন যে প্রাণী পোষা হয়েছে, তা মূলত একটি বিপন্ন প্রজাতির এশীয় কালো ভালুক।

ঘটনাটি চীনের ইউনান প্রদেশের। এটি বড় হয়েছে সু ইয়ুনের ঘরে। তিনি এটি তিব্বতি ম্যাস্টিফ কুকুর ভেবে কিনেছিলেন ২০১৬ সালে। এ জাতের কুকুরগুলোও বিশাল আকৃতির হয়। ওজন হয় প্রায় ১৫০ পাউন্ডের মতো (৬৯ কেজির)।

ইয়ুন বলেন, প্রাণীটি বেড়ে ওঠার মধ্য দিয়ে ভালুকের মতো দেখাচ্ছিল। দুই বছর তাকে পালনের পর সন্দেহ হলো, এটি মনে হয় কুকুর নয়, কালো ভালুক। যখন আমি বুঝতে পারলাম এ ধরনের বন্যপ্রাণী ঘরে পোষা অবৈধ, তখন দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা এসে দেখল, এটি বিপন্ন প্রজাতির ভালুক। পরে সেটি ইউনান ওয়ার্ল্ডলাইফ রেসকিউ সেন্টারে নেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement