১৫ মে, ২০২৪, বুধবার

জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের দাবিতে গণস্বাক্ষর

Advertisement

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। ১০ মে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের শিশু পার্ক সংলগ্ন এলাকায় গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করতেই খালেদা জিয়া নিয়মবহির্ভূতভাবে মুক্তিযোদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্য নায়ক জিয়ার নামে জাদুঘরের নামকরণ করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী সার্কিট হাউজকে টর্চার ক্যাম্প হিসেবে ব্যবহার করত। এটি সার্কিট হাউজ হিসেবে ব্যবহৃত হতো।

বক্তারা বলেন, সার্কিট হাউজে পাকিস্তানি বাহিনী দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। অত্যাচার করা হয়েছিল মা-বোনদের। সেই সার্কিট হাউজ কখনো একজন খুনির নামে হতে পারে না। 

এসময় জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর রাখার দাবি জানান তারা।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা কাজি নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত মো. বেলাল, তসলিম উদ্দীন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন,  সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর তপুসহ মহানগর, থানা, ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement