১৬ মে, ২০২৪, বৃহস্পতিবার

টি ২০ ক্রিকেটে র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় পরিবর্তন

Advertisement

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে শান্ত ক্যারিয়ার সেরা ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে ২২ ধাপ এগিয়ে দখল করেছেন ১৬তম স্থান। বিরাট কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নাজমুল হোসেন শান্ত।

ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য সিরিজ কাটিয়েছেন তিনি। অনবদ্য ছিল তার ব্যাট। রানের জন্য ছিলেন বড্ড ক্ষুধার্ত। এক ফিফটির সাথে সর্বোচ্চ ১৪৪ রান, জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। বাংলাদেশের হয়ে সবার ওপরে অবস্থান নিলেন।

বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন কেবল লিটন দাস। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ফলে ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে তার অবস্থান।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা বিশে আছেন কেবল মোস্তাফিজুর রহমান, ২০ নম্বরেই আছেন তিনি। এছাড়া ৫৮৮ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে সাকিব আল হাসান ও ৫৬০ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে নাসুম আহমেদ। ৫২৯ পয়েন্ট নিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement