১৬ মে, ২০২৪, বৃহস্পতিবার

ডিডব্লিউপির প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের ব্যবসায়ী আবুল হোসেন

Advertisement

ডিপ্লোম্যাসি ফর ওয়ার্ল্ড পিস (ডিডব্লিউপি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ব্যবসায়ী আবুল হোসেন।

রোববার (২৪ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফাজিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল আবুল হোসেন সম্প্রতি ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত এক সভায় ২০২২-২০২৩ মেয়াদের জন্য ডিডব্লিউপির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ডিপ্লোম্যাসি ফর ওয়ার্ল্ড পিস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক একটি বেসরকারি, অলাভজনক কর্পোরেশন, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসন ও শান্তি বজায় রাখার লক্ষ্যে কাজ করে।

উল্লেখ্য যে, আবুল হোসেন বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল হিসেবে বাংলাদেশ এবং উগান্ডা ও আফ্রিকার অন্যান্য দেশগুলোর মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স এর কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement