১৯ মে, ২০২৪, রবিবার

ঘূর্ণিঝড় অশনি : দক্ষিণাঞ্চলে টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা

Advertisement

বরিশালে সকাল থেকেই ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন এভাবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার নদ-নদীর পানি এক থেকে দুই ফুট বাড়তে পারে। 

৯ মে সোমবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল এসব তথ্য জানিয়ে বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় অশনি পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। দক্ষিণাঞ্চলে আঘাত হানার সম্ভাবনা না থাকলেও এই অঞ্চল এর প্রভাবমুক্ত নয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর ও বরিশাল নদী বন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় বরিশাল বিভাগে ৪ হাজার ৯১৫টি আশ্রয়কেন্দ্র পুরোপুরি প্রস্তত করা হয়েছে। এতে ২০ লাখ মানুষ নিরাপদে থাকতে পারবেন। এছাড়া তাদের জন্য শুকনো খাবার প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement