২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

দাঁড়ানো ট্রাকের পেছনে ঢুকে পড়ল পৌর মেয়রের গাড়ি

Advertisement

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস (৪৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। 

৯ এপ্রিল (রবিবার) ভোররাত সাড়ে ৩টায় নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় দাঁড়ানো একটি ট্রাকের পেছনে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার গাড়িচালক রমিজুল ইসলামও আহত হন।

পুলিশ ও সিংড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দাপ্তরিক কাজে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ঢাকায় যান। কাজ শেষে রবিবার রাতে নাইট কোচে নাটোরে আসেন। পরে নাটোর থেকে পৌরসভার গাড়িতে সিংড়ায় ফেরার পথে মহাসড়কের খেজুরতলা বাঁক এলাকায় দাঁড়ানো একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ও গাড়িচালক রমিজুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক মেয়রকে ভোররাতেই রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিনাত রেহানা বলেন, পৌর মেয়রের নাক-মুখে গুরুতর জখম রয়েছে। এছাড়া পায়েও আঘাত রয়েছে। তাই ভোরেই তাকে রাজশাহী মেডিকেল পাঠানো হয়েছে। 

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। 

এদিকে দুর্ঘটনায় আহত পৌর মেয়রের জন্য সবার দোয়া কামনা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement