৭ মে, ২০২৪, মঙ্গলবার

দায়িত্বভার গ্রহণ করলেন লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেল প্রেসিডেন্ট ফারাহ হাসান

Advertisement

দায়িত্বভার গ্রহণ করলেন লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেলের প্রেসিডেন্ট ফারাহ হাসান এমজেএফ। দায়িত্ব হস্তান্তর করেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সেকেন্ড ইন্সটলেশন অ্যান্ড ইন্ডাকশন সেরিমনি-২০২২ অ্যান্ড অক্টোবর সার্ভিস ২০২২ এর মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অক্টোবর সার্ভিসের অংশ হিসাবে বিভিন্ন সেবা দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর গভর্নর লায়ন মােস্তফা কামাল (পিএমজেএফ)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লাল ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম রেজাউল হক এমজেএফ, পিডিজি, পিসিসি এবং আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, এমজেএফ, আইপিডিজি ডিস্ট্রিক্ট ৩১৫ এ১। অতিথি ছিলেন ড. দেওয়ান মােহাম্মদ সালাউদ্দিন। পিএমজেএফ, ইঞ্জিনিয়ার মােহাম্মদ সেলিম মিয়া এমজেএফ, ড. শহীদুল ইসলাম এমজেএফ। ইন্সটলেশনের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করেন ফারাহ হাসান এমজেএফ। বক্তৃতা করেন ইন্সটলেশন অ্যান্ড ইন্ডাকশন প্রােগ্রামের সেক্রেটারি লায়ন মাে. নাঈম হায়দার। কেবিনেট ট্রেজারার লায়ন মাে. জাহাঙ্গীর আলম জিতু পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া এমজেএফ প্রমুখ। অনুষ্ঠানে বিনামূল্যে ব্লাড গ্রুপিং, সচেতনতা বৃদ্ধির জন্য ডায়াবেটিস টেস্ট, ডেঙ্গুর নিরাময়ে সচেতনতার অংশ হিসাবে কয়েল বিতরণ করা হয়। সেই সঙ্গে ঔষধি ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এসব কার্যক্রনে। অংশগ্রহণ করেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর গভর্নর লায়ন মােস্তফা কামালসহ (পিএমজেএ) নেতারা। সার্ভিস প্রােগ্রাম শেষে লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেলের উদ্যোগে ডিস্ট্রিক্ট ৩১৫-এর সার্বিক তত্ত্বাবধানে সফিকা খানম শিক্ষা পদক-২০২২’ প্রদান করা হয়। এতে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বিজয়ী শিক্ষর্থীদের পদক দেওয়া হয়। এ ক্ষেত্রে রচনা প্রতিযােগিতা, কুরআন তেলওয়াত, কিরাত প্রতিযােগিতা, হামদ ও নাত প্রতিযােগিতায় বিজয়ী ১৯ জনকে সনদ, পদক ও প্রাইজবন্ড তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে লায়ন্সদের শপথবাক্য পাঠ করানাে হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন কসমাে গ্রুপের কর্ণধার প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন জহির হায়দার, পরিচালক লায়ন নাইম হায়দার, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মােহাম্মদ শফিকুর রহমান, ক্লাব সেক্রেটারি লায়ন মেরাজ আল আমিন খান, ক্লাব ট্রেজারার লায়ন মাহমুদা আকতার, ক্লাব ডিরেক্টর লায়ন মাে, শফিউল আলম পাভেল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন প্রােগ্রামের সেক্রেটারি লায়ন মাে: নাঈম হায়দার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement