১৮ মে, ২০২৪, শনিবার

দিনাজপুরে আগাম জাতের টমেটোর ফলন, দামে কৃষকের মুখে হাসি

Advertisement

আগাম জাতের টমেটো চাষ করে দিনাজপুরের সদর, চিরিরবন্দরসহ বিভিন্ন উপজেলায় ভাল ফলন ও দামে টমেটো চাষীদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় চাষের উপযোগী জমিতে নভেলটি প্লাস টমেটো চাষ করে ভালো ফলন হওয়ায় খুশি চাষীরা। বাজারে আগাম জাতের টমেটো উঠতে শুরু করেছে।

চিরিরবন্দর উপজেলার ভাঁদেড়া তৈয়ব মুন্সী গ্রামের কৃষক বেলাল হোসেন ও অশ্বিনী কুমার রায় জানান, গ্রামের অধিকাংশ কৃষক চাষের উপযোগী জমিতে আগাম জাতের নভেলটি প্লাস টমেটো চাষ করছেন। তাদের হিসাবে, ১০ শতাংশ জমিতে এক হাজার চারা রোপন করা হয়েছে। জমি তৈরি, চারা সার কীটনাশক নিড়ানী সেচ ও অন্যান্য বাবদ খরচ হয়েছে ১৬ হাজার টাকা।

ভালো ফলন হওয়ায় এক হাজার চারাগাছ থেকে উৎপাদিত প্রায় ৫০ মন টমেটো পাবেন বলে আশা করছেন। বর্তমান বাজার মূল্য অনুযায়ী পাওয়া যাবে প্রায় ৪০ হাজার টাকা।

চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস জানায়, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে জমিতে চারা গাছ তৈরির জন্য বীজ বপন করা হয়। চারা গাছের বয়স যখন ২৫ থেকে ৩০ দিন হয়, তখনই চারা উত্তোলন করে জমিতে রোপণ করা হয়। চারা রোপনের আগে জমির মাটি ভালোভাবে রোগ জীবানুমুক্ত করতে হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement