১৮ মে, ২০২৪, শনিবার

দুই গোল হজম করে পরবর্তীতে ৫ গোল দিয়ে আকাশে উড়ছে রিয়াল 

Advertisement

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলকে তাদের মাটিতেই উড়িয়ে দিয়েছে অ্যানচেলত্তির শিষ্যরা। তবে প্রথমে দুই গোল খেয়ে বসলে হারের শঙ্কা জাগে রিয়াল শিবিরে। কিন্তু চোট কাটিয়ে ফেরা করিম বেনজেমা-ভিনিসিউস-মিলিতাও’র উজ্জীবিত পারফরম্যান্সে সব শঙ্কা উড়িয়ে দাপটের জয় নিয়ে ফেরে রিয়াল।

মঙ্গলবার ৫-২ ব্যবধানে লিভারপুলকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

অ্যানফিল্ডে প্রথম দশ মিনিটেই দুই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। দারউইন নুনেসের দারুণ গোলের পর থিবো কোর্তোয়ার ভুলে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। 

তবে সে ধাক্কা সামলাতে খুব বেশি সময় নেয়নি লস ব্লাঙ্কোরা। ২১ মিনিটে বেনজেমার পাস পেয়ে কোনাকুনি শটে ব্যবধান কমান ভিনিসিউস জুনিয়র।  এরপর ৩৬ মিনিটে লিভারপুল গোলরক্ষকের হাস্যকর ভুলে সমতায় ফেরে রিয়াল। 

বিরতির পর খেলার ধার আরও বাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেন এদার মিলিতাও। লুকা মদ্রিচের নেওয়া ফ্রি কিক হেডে জালে জড়ান মিলিতাও।

এর ৭ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন করিম বেনজেমা। রদ্রিগোর সঙ্গে ওয়ান-টু খেলে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা। ৬৭ মিনিটে তারই দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। 

ভিনিসিউসের বাড়ান বল ঠাণ্ডা মাথায় ধরে আগুয়ান আলিসনকে কাটিয়ে নিখুঁত শটে স্কোরলাইন ৫-২ করেন বেনজেমা।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আগামী ১৫ মার্চ রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে দুর্দান্ত কিছু করে দেখাতে হবে লিভারপুলকে।

অপর ম্যাচে ফ্রাঙ্কফুটের বিপক্ষে ২-০ গোলে জিতেছে নাপোলি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement