১০ মে, ২০২৪, শুক্রবার

দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম

Advertisement

আমদানি ও সরবরাহ কম এমন অজুহাতে দিনাজপুরের হিলিতে বেড়েছে ভারতীয় ও দেশীয় পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে বেড়েছে কেজিতে ৪ টাকা। বাজারে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকারদের পাশাপাশি সাধারণ ক্রেতারা।

হিলি কাস্টমসের তথ্যমতে, এ মাসে প্রথম দুই কর্মদিবসে ভারতীয় ৪৩ ট্রাকে ১ হাজার ২০৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

আজ ৩ মার্চ সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, হিলি বাজারে ভারত থেকে আমদানি করা নাসিক জোট জাতের পেঁয়াজ কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অন্যদিকে দেশি জাতের পেঁয়াজ কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

পেঁয়াজ কিনতে আসা একজন ক্রেতা বলেন, বাজারে এসে দেখি গত দুই দিনের থেকে পেঁয়াজের দাম একটু বেশি। ২৬ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩০ টাকা, ৩৬ টাকা কেজির পেঁয়াজ চাচ্ছে ৪০ টাকা। আমি পেঁয়াজ কিনতে এসে তো চরম বিপাকে পড়েছি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement