২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

ধানের ব্লাস্ট রোগ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

Advertisement

১৫ই মার্চ (বুধবার) ময়মনসিংহের ফুলপুরে চলমান বোরো মৌসুমে ধানের ব্লাস্ট ও খোলপোড়া রোগ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন জায়গায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধানের ব্লাস্ট ও খোলপোড়া রোগ বিষয়ক কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে ইউনিয়ন পর্যায়ে টিম গঠন করা হয়েছে। এসব টিমের সদস্যরা মাঠে, হাট বাজারে, মসজিদ ও মন্দিরে উপস্থিত কৃষকদের কাছে ধানের রোগ বালাই বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করছেন ও কৃষি বিষয়ক পরামর্শ দিচ্ছেন।

উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর, পয়ারী, দর্জি পয়ারী এবং রূপসী ইউনিয়নের রূপসী গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু একদল কৃষককে পরামর্শ দিচ্ছেন। এ সময় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাতুল ইসলাম ও সোহেল রানা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন ধরে ফুলপুরের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এসব রোগের সচেতনতা বৃদ্ধির প্রচারণার কাজ চলমান রয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement