২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

নাহি অ্যালুমিনিয়াম নতুন প্রকল্পে ২৭ কোটি টাকা বিনিয়োগ করবে

Advertisement

নতুন করে আরও পাঁচ পণ্য উৎপাদন করবে পুঁজিবাজারের কোম্পানি তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। এ লক্ষ্যে একটি প্রকল্প নিয়েছে কোম্পানিটি। যার ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা।

(১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি যেসব পণ্যে বিনিয়োগ করবে সেগুলো হচ্ছে- ক্রস টি, মেইন টি, ওয়াল এঙ্গেল, অ্যালুমিনিয়ামের সিলিং রানার ও ইউপিভিসি সিলিং।

এই পাঁচ পণ্য উৎপাদন হলে ব্যবসা বাবদ বছরে কোম্পানির আয় হবে প্রায় ২৫ কোটি টাকা।

২০১৭ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি গত ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২২-মার্চ ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬২ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) নাহি অ্যালুমিনিয়ামের ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৮ পয়সা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement