১৫ মে, ২০২৪, বুধবার

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারীর মৃত্যু

Advertisement

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডের আরেফিন নগর গেইট এলাকায় ‘ইউনাইটেড ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস ২৭ এপ্রিল বুধবার ভোর পাঁচটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বাসটির আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

নিহত মোহাম্মদ হোসেন (৫৫) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রাম আসা ‘ইউনাইটেড ট্রাভেলস’র যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেফিন নগর গেইট এলাকায় বিদ্যুতের খুঁটিতে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে খুঁটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এরইমধ্যে পথচারী মোহাম্মদ হোসেনকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি আরও বলেন, বাস যাত্রীদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement