২০ মে, ২০২৪, সোমবার

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ দাম বেড়ে দ্বিগুণ

Advertisement

একসপ্তাহের ব্যবধানে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। যা গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল তা চলতি সপ্তাহে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর পাল্লায় (পাঁচ কেজি) বিক্রি হচ্ছে ২২০ টাকা। সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে এমনটিই আশঙ্কা ক্রেতাদের। 

গতকাল ১৮ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন বাজারে ক্রেতা জানান, বছরের এই সময় আসলেই পেঁয়াজ দাম বাড়ে। কয়েকদিন আগেও এক কেজি পেঁয়াজ ৩৫ টাকা দিয়ে কিনেছি। আজ ৫০ টাকা দাম চাইছে। সামনে যদি আরও দাম বাড়িয়ে দেয়, তাই বেশি করে পেঁয়াজ নিচ্ছি। এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।

 
এদিকে শুক্রবার রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অনেক ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই এখন থেকে ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ভোজ্য তেল, ডাল ও চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement