২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায় রাশিয়ার ঘাড়ে চাপালেন ইউক্রেন প্রেসিডেন্ট

Advertisement

ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে বুধবার স্থানীয় সময় সকালে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের পাশে অবস্থিত পিওদো গ্রামে এ ঘটনা ঘটে।

পোল্যান্ডের ভেতর ক্ষেপণাস্ত্র পড়ার দায় রাশিয়ার ওপর চাপিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

রাশিয়াকে দায়ী করে জেলেনস্কি বুধবার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ যা ঘটেছে, এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম। আমরা এ নিয়ে বলেছি। সন্ত্রাসবাদ আর শুধুমাত্র ইউক্রেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ইতোমধ্যে মলদোভায় ছড়িয়েছে। আর আজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে, আমাদের বন্ধু রাষ্ট্রের মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের মানুষের সমবেদনা নেবেন আপনারা।’

তিনি আরও বলেছেন, ‘ইউক্রেন কতবার বলেছে সন্ত্রাসবাদ আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ন্যাটো অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা। এটি রাশিয়ার সমষ্টিগত হামলা। এটি দ্বন্দ্ব বৃদ্ধির বড় ঘটনা। আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘আমি পোলিশ ভাই ও বোনদের বলতে চাই ইউক্রেন আপনাদের পাশে সবসময় থাকবে। মুক্ত বিশ্বের মানুষের মনোবলকে ভাঙতে পারবে না আতঙ্কবাদ। যেখানে ভয় নেই সেখানেই বিজয় সম্ভব। আপনাদের এবং আমাদের ভয় নেই।’

এদিকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে কোনো লক্ষ্যের ওপর আঘাত হানেনি রাশিয়া। এছাড়া পোল্যান্ডে ক্ষয়ক্ষতির যে ছবি দেখানো হচ্ছে ‘এর সঙ্গে রাশিয়ার কোনো কিছু করার নেই।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement