১৮ মে, ২০২৪, শনিবার

প্রতিবেশীর উত্পীড়নের শিকারে ঘরছাড়া নারী ফুটবলার

Advertisement

সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতে পারছেন না জাতীয় বয়সভিত্তিক দলের ফুটবলার মিলি আক্তার ও তাঁর পরিবার। প্রতিবেশীর উত্পীড়নের শিকার হয়ে এই দশা বলে জানিয়েছেন তিনি।

গত বছর অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের ক্যাম্পে থাকা গোলরক্ষক মিলির বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রামে। মিলি জানান, তাঁদের একটুকরা ভিটেতে আশ্রয়ণ প্রকল্পের (২) একটি ঘর বরাদ্দ হয় ২০১৮ সালে। বৃদ্ধ মা-বাবা এবং চার বোনকে নিয়ে সেই বাড়িতেই বসবাস করে আসছিলেন মিলি। বিপত্তি বাধান প্রতিবেশী আবুল হোসেন ও তাঁর পরিবারের লোকজন। দুর্ব্যবহার ও বাড়ির সামনে আবর্জনা ফেলে রাখার প্রতিবাদ করলে মিলিকে ভিটে ও ঘর বিক্রি করে চলে যেতে বলেন সেই প্রতিবেশী। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় ঘর ছেড়ে এখন ভাড়া বাসায় থাকছেন ওই ফুটবলারের পরিবার।

মিলি বলেন, ‘আমার ফুটবল খেলা নিয়ে প্রতিবেশী আবুল হোসেনের মেয়েরা বাজে কথা বলে আসছে। প্রধানমন্ত্রী ঘর দেওয়ার পর সব সময় হুমকি দিয়ে আসছিল যেভাবেই হোক বাড়িছাড়া করবে। এখন তা-ই করল। বাড়িতে ঝামেলা হওয়ায় ঢাকায় ক্যাম্প থেকে কয়েক দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি এসেছিলাম। এখন আর যেতে পারছি না। আমি ফুটবলটা খেলতে চাই। দেশকে কিছু দিতে চাই। এ জন্য আমার পরিবারকেও নিরাপদে রাখা প্রয়োজন।’ ঘটনার সত্যতা জানতে সরেজমিন মিলিদের বাড়িতে গেলে আবুল হোসেন ও তাঁর পরিবার এই প্রতিবেদকের সঙ্গেও দুর্ব্যবহার করেন। তাঁর মেয়ে হেলেনা খাতুন বলেন, ‘আপনারা যা পারেন করেন। এরা এখানে থাকতে পারবে না, সাফ কথা।’

এ ব্যাপারে চণ্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভুঁইয়া জানান, ‘বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আমরা বসেছি। কিন্তু আবুল হোসেনের পরিবার কোনো কিছু মানেনি। তার পরও ফের বিষয়টি নিয়ে বসব।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement