১৯ মে, ২০২৪, রবিবার

ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের

Advertisement

শনিবার ১১ ডিসেম্বর রাতে রাজশাহী নগরীর লিলিহল আলীগঞ্জ ও জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

এ ঘটনায় নিহতরা হলেন- নগরীর উপকণ্ঠ দামকুড়া এলাকার বাসিন্দা আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহিম (২৫) এবং নগরীর আলীগঞ্জ বাগানপাড়া এলাকার বাসিন্দা পারভেজ।

এ নিয়ে গোদাগাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত পৌনে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় বেপরোয়া ট্রাক বাবা-ছেলেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আব্দুস সালাম। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ছেলে ইব্রাহিমকে। সেখানে তিনিও প্রাণ হারান।

রাত ৮টার দিকে নগরীর আলীনগর এলাকায় রাজশাহী বাইপাস মহাসড়কে ট্রাকচাপায় নিহত হন আরেক মোটরসাইকেল আরোহী পারভেজ। রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক মোতালেব।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement