২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

প্রিমিয়ার সিমেন্ট নতুন ইউনিটে উৎপাদন শুরু করেছে

Advertisement

বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম)। (১ জুলাই) শুক্রবার কোম্পানিটি উৎপাদন শুরু করে।

(৩ জুলাই) রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এটি কোম্পানির নতুন উৎপাদন ইউনিট। এইভিআরএম সরবরাহ করেছে ডেনমার্কের এফএল স্মিথ প্রিমিয়ার সিমেন্টের কাছ থেকে।

এতে আরও বলা হয়, বর্তমানে প্রিমিয়ার সিমেন্ট মিলসের দৈনিক উৎপাদনক্ষমতা ৮ হাজার মেট্রিক টন। ভিআরএম চালুর পর থেকে ১৭ হাজার ৫২০ টন সিমেন্ট উৎপাদন বেড়েছে। তাতে মোট উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৫২০ মেট্রিক টন।

২০১৩ সালে তালিকাভুক্ত এই কোম্পানি শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২১ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির শেয়ার (৩০ জুন) বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪৬ টাকা ৮০ পয়সায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement