২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

ফোর জি টেস্টে ফেল গ্রামীণফোন, রবি ও টেলিটক

Advertisement

রাজধানীতে তিনটি মোবাইল ফোন অপারেটর ফোর-জি সেবা দিতে পারছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্ধারিত গতিতে শুধু বাংলালিংক ফোর-জি সেবা দিতে পারছে। বিটিআরসি পরিচালিত মোবাইল ফোনের ইন্টারনেটের গতি পরীক্ষায় এসব চিত্র উঠে এসেছে। গত বছরের ১৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালানো ড্রাইভ টেস্ট প্রতিবেদন প্রকাশিত হয় বুধবার।

ফোর-জি’র জন্য বিটিআরসি নির্ধারিত গতি (ডাউনলোড) ৭ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড)।

বিটিআরসি’র ড্রাইভ টেস্টের প্রতিবেদনে দেখা গেছে, বাংলালিংক ৭ এমবিবিএস গতি ছুঁতে পেরেছে। অপরদিকে গ্রামীণফোন ৬ দশমিক ৯৯, রবি ৬ দশমিক ৪ এবং টেলিটকের গতি ২ দশমিক ৮০ এমবিপিএস।

রাজধানীর দুই সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে ফোর-জি ডাটা সেবার গতি পরীক্ষা করেছে বিটিআরসি। ঢাকার ১৩ জেলা, ৩৯টি উপজেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ১ হাজার ৩০৯ কিলোমিটারের মধ্যে ড্রাইভ টেস্ট চালিয়ে এই চিত্র পাওয়া যায়।

জানা গেছে, মোট কলের ন্যূনতম গড়ে ৯৭ শতাংশ কল সংযোগে সফলতাকে আদর্শমান ধরা হলেও টেলিটক এক্ষেত্রে ৯৬ দশমিক ৮০ শতাংশ কল সফলভাবে সংযুক্ত করতে পারে।

প্রতিবেদনটিতে আরও দেখা যায়, টেলিটকের গড় কল ড্রপের হার ২ দশমিক ৫৯ শতাংশ। অপরদিকে গ্রামীণফোনের কলড্রপের হার দশমিক ২৯, বাংলালিংকের দশমিক ২৩ এবং রবির দশমিক ৩২ শতাংশ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement