১ মে, ২০২৪, বুধবার

বকেয়া পরিশোধ না করে কারখানা বন্ধের নোটিস, বিক্ষোভ শ্রমিকদের

Advertisement

টঙ্গীর বাদাম এলাকায় ক্রসলাইন নামে একটি কারখানায় বকেয়া বেতন ও ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মালিকপক্ষ কয়েকটি তারিখ দিয়েও বকেয়া পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধের নোটিস দেওয়ায় পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা জানান, বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকপক্ষ বেশ কয়েকটি তারিখ দিয়েও পরিশোধ করেনি। আজ বৃহস্পতিবার সর্বশেষ তারিখ ছিল। কিন্তু কারখানার সামনে এসে দেখা যায়, বন্ধের নোটিস। এরপর শ্রমিকরা সংগঠিত হয়ে বিক্ষোভ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক বিক্ষোভ ঠেকাতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বেশ কয়েক দিন ধরেই এ কারখানায় শ্রমিকরা আন্দোলন করছেন।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন বলেছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement