৬ মে, ২০২৪, সোমবার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ‘তে চাকরি, আবেদন করবেন যেভাবে

Advertisement

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ‍ব্যুরো। প্রতিষ্ঠানটি রাজস্বখাতে একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব পদে লোকবল নিয়োগ দেওয়া হবে

সিনিয়র নক্সাবিদ (১ জন), কম্পিউটার অপারেটর (৪ জন), পরিসংখ্যান সহকারী (১০২ জন), জুনিয়র পরিসংখ্যান সহকারী (৪১৬), নক্সাবিদ (১ জন), ইনুমারেটর (৭ জন), এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট (১০ জন), হিসাবরক্ষক (২ জন), ক্যাশিয়ার (৫ জন), ক্যাশিয়ার কাম ইউডিএ (১ জন), সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১০ জন), জুনিয়র নক্সাবিদ (১ জন), ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (৪৩ জন), ডুয়েল ডাটা অপারেটর (৩ জন), কম্পিউটার মুদ্রাক্ষরিক (৮ জন), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১১ জন), গাড়িচালক (৫ জন), মেশিনম্যান (১ জন), চেইনম্যান (৫৮ জন), অফিস সহায়ক (২৩ জন)  লোডার (২ জন)।  

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে http://bbs.teletalk.com.bd/ ক্লিক করুন।

আবেদন শুরু : আগামী ২৭ জানুয়ারি থেকে।

আবেদনের শেষ সময়:  ১০ ফেব্রুয়ারি।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ‘তে চাকরি, আবেদন করবেন যেভাবে

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement