১০ মে, ২০২৪, শুক্রবার

অসময়ে বাজারে পটল, বিক্রি হচ্ছে বেশি দামে

Advertisement

মৌসুমের আগেই বাজারে এসেছে পটল। তবে  বিক্রি হচ্ছে চড়া দামে। দিনাজপুরের হিলিতে বাজারে আসা প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। ফলে ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় বেশিরভাগ ক্রেতাই কিনতে পারছেন না পটল।

বাজারে বিক্রেতারা জানান, গত এক সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা কমেছে দাম। মঙ্গলবার হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের একজন পটল বিক্রেতা জানান, কাঁচা সবজির দাম অনেকটাই বেশি। তবে পটলের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি প্রকারভেদে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা। পাইকারি বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার হিলির খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতা অনেক কম।

হিলি বাজারে আসা একজন ক্রেতা বলেন, টিভিতে দেখলাম, ঢাকার বাজারে পটল উঠেছে। সেই থেকেই কেনার ইচ্ছা ছিল। আজ বাজার করতে এসে দেখি বাজারে অসময়ের পটল বিক্রি হচ্ছে। তবে স্বাদ নিতে সামান্য পরিমাণে কিনলেও দাম অনেক বেশি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement