২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

বার্তাসহ বোতলের ১৮৫ মাইল পথ পাড়ি

Advertisement

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সমুদ্রে সাঁতার কাটছিলেন স্কট গুটারসন। এ সময় তিনি দেখতে পেলেন ঝিনুকে মোড়ানো একটি বোতল, এতে রয়েছে একটি চিঠি। পরে জানা গেল, এ বোতল পাড়ি দিয়েছে ১৮৫ মাইলের বেশি পথ।

গুটারসন বলেন, সিডনির জার্ভিস উপসাগরের মারেস সৈকত অংশে সাঁতার কাটছিলাম। সেখানে বোতলটি পাই। এতে ওয়াম্বোইন শহরের এক তরুণীর বার্তা ছিল, যার নাম ভিকি। বোতলটি ফেলা হয়েছিল ২০২০ সালের ৯ ডিসেম্বর নিউ সাউথ ওয়েলসের নিউক্যাসল উপকূলে।

বোতলে লেখা ভিকির বার্তায় ছিল, ‘আমার বয়স এখন ১০ বছর। আজকের দিন হচ্ছে ২০২০ সালের ৪ ডিসেম্বর। আমার বাবার জন্মদিনের আগের দিন এবং আমার জন্মদিন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর।’

গুটারসন ওই বার্তা থেকে পাওয়া তথ্যে ভিকি ও তার বাবার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, আমি ভিকির বাবাকে বললাম, তার মেয়ের চিঠি এখন আমার হাতে এবং তা কোথায় পেয়েছি তা-ও জানালাম। তখন তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না, যা শুনছেন আদৌ তা ঠিক কিনা!

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement