২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

কবিতা: বায়ান্নের ফেব্রুয়ারি

Advertisement

একুশ নামের নদীটি বয়ে চলে যায়
শাখা উপশাখা ছড়িয়ে মহা সাগরে।
একুশ নামের সূর্যটি আলো দিল
পৃথিবীর সব প্রান্তের মেঘের দেয়াল সরিয়ে
বাঙ্গালীর একুশ এক মহা শক্তি
যে শক্তি জাগালো স্বাধিকারের নেশা
যে অধিকার ছিনিয়ে আনতে গিয়ে-
পেলাম স্বাধীনতা, নিজেদের হলো পতাকা।
একুশ একটি উত্তাপ, যা বাঙ্গালীর হৃদয় থেকে
হল বিশ্ব হৃদয় উত্তপ্ত
বাঙ্গালী বীরের জাতি এই সত্য
বার বার প্রমাণিত।
ফেব্রুয়ারি একুশ বাঙ্গালীর।
সহস্র রক্তের ঢেউ ছিনিয়ে এনেছে
প্রাণের বাংলা কথা।
সব গোত্রের মানুষ তার
নিজের ভাষায় থাক সাবলীল।
হোক সকল মায়ের ভাষার জয়
কোন ভাষা যেন না হয় বিলীন।
অবনীর সব তারা জেনে গেছে
বিজয়ের মালা বাঙ্গালী পরেছে
রেখেছে মায়ের ভাষার মান।
এ আমাদের বায়ান্নের বীর অগ্রজের অবদান।

১৪ ফেব্রুয়ারি ২০২২, লন্ডন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement