১২ মে, ২০২৪, রবিবার

পটুয়াখালী মুক্ত দিবসে বর্ণিল বিজয় নৌকা বাইচ অনুষ্ঠিত

Advertisement

মুজিব শতবর্ষ ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পটুয়াখালী হানাদার মুক্ত দিবসে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী  বিজয় নৌকা বাইচ প্রতিযোগিতা।

৮ ডিসেম্বর বুধবার বিকেল তিনটায় জেলা প্রশাসন কর্তৃক এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । পড়ন্ত বিকেলে একরাশ জলরাশিতে বর্ণিল এই নৌকা বাইচ দেখতে নদীর তীরে ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ।

বিজয় নৌকাবাইচ প্রতিযোগিতায় ৬ টি দল অংশগ্রহণ করে। প্রথম হয়েছে আল্লাহর দান মাগুরা টাইগার, দ্বিতীয় মাগুরার মায়ের দোয়া এবং টুংগিপাড়ার মা শীতলা। বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে মটরসাইকেল, টেলিভিশন ও ফ্রিজ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।নৌকা বাইচ অনুষ্ঠিত

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আ স ম ফিরোজ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, সিভিল সার্জন মোহাম্মদ জাহাংগীর আলম শিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার প্রমুখ।

জহিরুল ইসলাম/পটুয়াখালী/সারাবাংলা ডেস্ক

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement