১৯ মে, ২০২৪, রবিবার

বিজ্ঞাপনসহ সম্প্রচার চালাতে পারবে না বিদেশি চ্যানেল

Advertisement

দেশে বিদেশি কোনো চ্যানেল ক্লিন ফিড ছাড়া (সম্প্রচারে বিজ্ঞাপন থাকতে পারবে না) আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে সম্প্রচার চালাতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, আকাশ ডিটিএইচ, বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটর, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তখন মন্ত্রী বলেন, দেশে যেসব বিদেশি চ্যানেল আছে, আইন অনুযায়ী তারা ক্লিন ফিড চালাতে বাধ্য। কিন্তু তাদেরকে তাগাদা দেওয়া সত্ত্বেও এসব চ্যানেল ক্লিন ফিড করে পাঠাচ্ছে না। এমন অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশে ৩০ সেপ্টেম্বরের পরে কোনো অবস্থাতেই ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলকে চালাতে দিতে পারি না। 

সেক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল আমাদের এখানে সম্প্রচার করতে পারে না।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement