১৬ মে, ২০২৪, বৃহস্পতিবার

বৃষ্টির দিনে তিন ঘণ্টা অনুশীলন করলেন তামিম

Advertisement

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের ব্যাট হাতে সময় খুব একটা ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে তামিম করেছিলেন যথাক্রমে ২৩, ৩৫ ও ১১ রান। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও ভালো করতে পারেননি তিনি। ৯ বলে ৩ রান করে মার্ক আডাইয়ারের বলে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দেন তিনি। তাই হয়তো সিলেটে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও অনুশীলন করলেন এই টাইগার ওপেনার!

বৃষ্টির ভেতরেই টিম হোটেল থেকে সকাল দশটার দিকে মাঠে আসেন তামিম। এরপর প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছেন তিনি। তার তত্ত্বাবধানে ছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই। তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও কয়েকজন নেট বোলার।

তামিমের অনুশীলনের পুরোটাই ছিল ইনডোরের ভেতরে। এর ফাঁকে রঙ্গনা হেরাথের জন্মদিন উপলক্ষে কেক কাটানো হয়।

উল্লেখ্য, ব্যাট হাতে সময় ভালো না কাটলেও অধিনায়কত্ব খুব একটা খারাপ করছেন না তামিম। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ পেয়েছে রেকর্ড ব্যবধানে জয়। তবুও ব্যাটিং ফর্মের জন্য প্রায়ই প্রশ্ন উঠছে তামিমের নেতৃত্ব নিয়েও। সেটা যে তামিম সরাতে মরিয়া, তার প্রমাণই যেন সিলেটে মিলল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement