১৯ মে, ২০২৪, রবিবার

বৃষ্টি শুরু হলে ভ্যাপসা গরম কেটে যাবে

Advertisement

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান ১৯ মে বৃহস্পতিবার জানিয়েছেন, দেশে যতদিন পুরোদমে বৃষ্টি শুরু না হবে ততদিন আবহাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হবে। 

এই আবহাওয়াবিদ আরও বলেন, ‘আপাতত ভ্যাপসা গরম থাকবে। তবে এখন যে একটু বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেটা বর্ষা শুরু হলে অথবা বৃষ্টির পরিমাণ বাড়লে চলে যাবে। যেখানে বৃষ্টি হবে না, সেখানেই ভ্যাপসা গরম অনুভূত হবে। এই সময় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অন্যান্য সময়ের চেয়ে বেশি থাকে।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে বৃষ্টি শুরু হলে ভ্যাপসা গরম কেটে যাবে। এই সময়ের আবহাওয়ার বৈশিষ্ট্যই এমন। বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দেশের বাতাসে প্রবেশ করছে। যার ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও গরম বেশি মনে হচ্ছে। বৃষ্টি হলে কমবে আবার বৃষ্টি না থাকলে বাড়বে ভ্যাপসা গরম। জুনের ১৫ তারিখ থেকে বর্ষার মাস শুরু হবে।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement