১০ মে, ২০২৪, শুক্রবার

বেগুন ও লেবুর দাম কমতে শুরু করেছে

Advertisement

দেশের বাজারগুলোতে রমজানের পঞ্চম দিনে কমতে শুরু করেছে বেগুনের দাম। প্রকারভেদে বেগুনের দাম কেজিতে কমেছে অন্তত ১০ টাকা। কমেছে লেবুর দামও। আকার ভেদে লেবুর দাম হালিতে কমেছে ৫-১০ টাকা।

আজ ০৭ এপ্রিল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। রাজধানীর বৌ-বাজার, রামপুরা, মধুবাগ এলাকা ঘুরে দেখা যায়, লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। একদিন আগেও যার দাম ছিল ৭৫-৮৫ টাকা। আর গোল বেগুন বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা কেজিতে।

অন্যদিকে মাঝারি সাইজের লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। এতদিন একই আকারের লেবু হালি প্রতি ৩০-৪০ টাকা বিক্রি হতো। একটু বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ৫০-৬৫ টাকায়। গতকালও এ সাইজের লেবু বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়।

মধুবাগ বাজারের সবজি বিক্রেতা উজ্জ্বল বলেন, গতকাল থেকে বেগুনের দাম কমতে শুরু করেছে। রোজার শুরুতে বেগুনের চাহিদা অনেক বেশি ছিল, এর সুযোগ নিয়েছেন ব্যবসায়ীরাও। এখন বাজারে বেগুনের সরবরাহ বেশ ভালো, চাহিদাও আগের চেয়ে কমেছে। হয়ত সে কারণে দামও কম। সামনে আরও দাম কমবে। তবে অন্য সবজির সরবরাহও বেশ ভালো। রমজানের শুরু থেকেই বাজারে চড়া দামে বিক্রি হয় শসা। তবে আজকের বাজার ঘুরে শসার দামও তুলনামূলক কম পাওয়া গেছে। শসা বিক্রি হচ্ছে মান ভেদে ৪০-৫০ টাকা কেজিতে। এতদিন যা বিক্রি হতো ৬০ থেকে ৭০ টাকা

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement