২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

বেশি দামে সয়াবিন তেল বিক্রি ঠেকাতে আজ থেকে অভিযান শুরু

Advertisement

সরকার নির্ধারিত মূল্যে ব্যবসায়ীরা সয়াবিন তেল বিক্রি করছেন কি না- তা দেখতে অভিযানে নামবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। আজ (২০ জুলাই) বুধবার থেকে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ভোক্তাদের অভিযোগ ব্যবসায়ীদের একটি বড় অংশ এখনো পুরোনো দামে বাজারে তেল বিক্রি করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংস্থার জাতীয় বাজার মনিটরিং টাস্কফোর্সের বৈঠকে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের বাণিজ্য মন্ত্রণালয় গত ১৭ জুলাই সয়াবিন তেলের দাম লিটারপ্রতি কমায় ১৪ টাকা। আর পামওয়েল তেলের দাম কমায় ৬ টাকা। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল সোমবার থেকে ১৮৫ টাকায় বিক্রি হওয়ার কথা। এর আগে, বোতলজাত তেল লিটার প্রতি নির্ধারণ করা হয় ১৯৯ টাকা।

আর নতুন দর অনুযায়ী ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের তেল বিক্রি হওয়ার কথা ৯১০ টাকায়। এ ছাড়াও লিটারপ্রতি পাম তেল ১৫২ টাকায় বিক্রি হওয়ার কথা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement