২০ মে, ২০২৪, সোমবার

আবারও বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে ক্রেতারা

Advertisement

আবারও বেড়েছে পেঁয়াজের দাম। হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৬ টাকা বেড়েছে। ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

এমতাবস্থায়, ব্যবসায়ীরা জানান সরবরাহ কম থাকার কারণেই এমনটি হয়েছে। তবে সরবরাহ বেড়ে গেলে আবারও কমতে পারে পেঁয়াজের দাম।

আজ ৬ ফেব্রুয়ারি সকালে হিলি পাইকারী ও খুচরা বাজার দেখা যায়, দুই দিনের ব্যবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হচ্ছে ক্রেতাদের।

পেঁয়াজ কিনতে আসা রহিম নামে এক ক্রেতা বলেন, হঠাৎ করে হিলিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ২২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ এসে দাম শুনি ২৮ টাকা কেজি। একে তো বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারছি না তার ওপর এভাবে দাম বাড়লে আমরা কীভাবে চলব।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement