৩০ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

মাঝআকাশে অসুস্থ পাইলট, প্লেন চালালেন অনভিজ্ঞ যাত্রী

Advertisement

বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় পাইলট সুস্থই ছিলেন। তবে মাঝআকাশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের বিমান চালিয়ে নিরাপদে অবতরণের ঘটনা সিনেমায় হরহামেশা দেখা গেলেও বাস্তবে তেমন কিছু ছিল অকল্পনীয়।

তবে এই ধরনের অকল্পনীয় ঘটনাই এবার দেখা গেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। প্লেন উড়ানো বা অবতরণের কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা কিছুই না থাকলেও মাঝআকাশে পাইলট অসুস্থ হয়ে পড়ার পর অপটু হাতে বিমান অবতরণ করিয়েছেন সাধারণ এক যাত্রী। মূলত এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) পরামর্শ মেনেই প্লেন অবতরণ করিয়েছেন একাজে অনভিজ্ঞ এক যাত্রী। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। ১২ মে,   বৃহস্পতিবারএক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝআকাশে পাইলট অসুস্থ হয়ে যাওয়ার পর এক ইঞ্জিন বিশিষ্ট সেসনা ২০৮ প্রাইভেট একটি প্লেন চালিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সেই যাত্রী। সিএনএন বলছে, প্রাইভেট এই প্লেনের পাইলট যখন অসুস্থ হয়ে পড়েন সেইসময় বিমানটি দক্ষিণ ফ্লোরিডার কাছে ছিল।

এরপর সেই প্লেনের এক যাত্রী এয়ার ট্র্য়াফিক কন্ট্রোলে (এটিসি) বিষয়টি জানান। তিনি এটিসিকে বলেন, ‘এখানে খুব গুরুতর পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমার পাইলট অসুস্থ হয়ে পড়েছেন।’ সেখানে তিনি বিমান চালানোর বিষয়ে কিছু জানেন না বলেও জানান।

এদিকে বিমানের অবস্থান জেনে সেটিকে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেয় এটিসি। আর অনভিজ্ঞ সেই যাত্রীকে অবতরণের খুঁটিনাটি বলতে থাকেন এটিসি-র কর্মীরা। এটিসি বলেছে, ‘বিমানের ডানা ধরে রাখার চেষ্টা করুন এবং দেখুন নামার চেষ্টা করতে পারেন কি না। নিয়ন্ত্রণ করতে করতে এগোতে থাকুন এবং ধীর গতিতে নামতে থাকুন।’

একপর্যায়ে ফ্লোরিডার সেই বিমানবন্দরে প্লেনটি অবতরণ করতে সক্ষম হন ওই যাত্রী। তবে এখনও পর্যন্ত জানা যায়নি সেই পাইলটের কী হয়েছিল। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই ঘটনায় তদন্ত শুরু করেছে। বিবিসি বলছে, ফ্লোরিডার নিউজ নেটওয়ার্কগুলো রহস্যময় ওই যাত্রীর সন্ধান করছে। কারণ ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্লেনের পাবলিক ফ্লাইট রেকর্ডিংয়ে কেবল অজ্ঞাতপরিচয় ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement