২৭ এপ্রিল, ২০২৪, শনিবার

যৌন হয়রানির অভিযোগ নিয়ে যা বললেন ইবি উপাচার্য

Advertisement

চুপ থাকলে চলবে না। সচেতনতা তৈরি করতে হবে ছাত্রীদের নিজেদের ভিতরে। যৌন হয়রানি প্রতিরোধে ছাত্রীদেরকেই আত্মবিশ্বাস নিয়ে সাহস করে সামনে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

৩১ মে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে অনুষ্ঠিত যৌন নিপীড়ন বিষয়ক সচেতনতামূলক আলোচনাসভায় এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, যৌন হয়রানির শিকার ছাত্রীকে অভিযোগ বক্সের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অবশ্যই অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

কমিটির সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খানের সঞ্চালনায় সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা (এপিএ) ড.  নওয়াব আলী।

অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য প্রদান করেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম, কমিটির সদস্য ও মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম, কমিটির সদস্য ও প্রভাতী পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement