২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

রাজধানীতে বিশ্বকাপ উপলক্ষে বার্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

Advertisement

কাতার বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। মরুর দেশে আয়োজিত এ বিশ্বকাপের উন্মাদনা থেকে বাদ যায় রাজধানী ঢাকাও। এরই অংশ হিসেবে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইতালি, জার্মানিসহ ফুটবলের এ বিশ্ব আসরে অংশ নেওয়া বিভিন্ন দেশের সমর্থকদের অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হয়েছে বার্ণাঢ্য শোভাযাত্রা।

(১৯ নভেম্বর) শনিবার বিকেল ৩টায় মুগদা থেকে শুরু হয়ে কমলাপুর, মতিঝিল, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

মুগদা থানা ফুটবল সমর্থক আয়োজিত শোভাযাত্রায় আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি এবং জার্মানিসহ বিশ্বকাপ খেলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের সমর্থকরা জার্সি, প্লে-কার্ড, ছোট-বড় পতাকা নিয়ে অংশ নেন।

শোভাযাত্রায় ব্যানারের পাশাপাশি ঢাক-ডোল বাজিয়ে মোটরসাইকেল, ঘোড়ার গাড়িতে করেও সমর্থকরা অংশ নেন সেই শোভাযাত্রায়। ঘোড়ার গাড়িতে মেসি ও নেইমারের ছবি সম্বলিত পোস্টার টানানো হয়। শুভাযাত্রার শুরুতে বাংলাদেশের পতাকা তারপর আর্জেন্টিনা ও ব্রাজিলের বড় দুটি পতাকা ছিল।

মায়ের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার খুদে সমর্থক শেহতাজ বলে, আম্মুর সঙ্গে এসেছি, ভালোই লাগছে। আমার প্রিয় দল আর্জেন্টিনা। এবার তারাই বিশ্বকাপ জিতবে।

শোভাযাত্রায় অংশ নেওয়া হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ফুটবল আমার সবচেয়ে পছন্দের খেলা। রাত হোক, দিন হোক আমার পছন্দের দলের সব খেলা আমি দেখি।

গায়ে জার্সি, হাতে পতাকা নিয়ে শুভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার সাপোর্টার রশিদুল আলম গণমাধ্যমকে বলেন, ফুটবল বিশ্বকাপ মানে ঈদ আনন্দ। আমাদের এলাকায় প্রত্যেকটা অলি-গলিতে বড় স্ক্রিনে খেলা দেখানো হয়। আর্জেন্টিনা-ব্রাজিলের খেলায় বেশি সমর্থক হয়। খেলায় চরম উত্তেজনা থাকে। তবে এবার কাপ নেবে আর্জেন্টিনা।

ব্রাজিলের সমর্থক ফরহাদ গণমাধ্যমকে বলেন, এবার ব্রাজিল বিশ্বকাপ নেবে। এবার ব্রাজিল দল খুবই গোছানো, নেইমারও ভালো ফর্মে আছে।

মুগদা থানা ফুটবল সমর্থক সংগঠনের প্রধান সাইদুর রহমান রাসেল গণমাধ্যমকে বলেন, আর্জেন্টিনা-ব্রাজিলসহ সব দেশের ফুটবল সমর্থকদের নিয়ে নিজ খরচে আমরা এ শোভাযাত্রা করছি। সারা বিশ্বের মতোই আমরাও ফুটবল উন্মাদনাকে ধরে রাখতে চাই।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement