১৯ মে, ২০২৪, রবিবার

রামেক’এ করোনায় আরও ৩ জনের মৃত্যু

Advertisement

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে আরও ৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে আজ (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার মধ্যে মারা যান তারা। 

তাদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর ২ জন একং করোনা নেগেটিভ হয়ে নওগাঁর ১ জন মারা গেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকন্দ্রে (আইসিইউ) দুজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন রোগী মারা গেছেন। এই তিনজনই পুরুষ। যাদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে এবং একজন ৩১-৪০ বছর বয়সী। 

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি আটজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন চারজন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement