১৯ মে, ২০২৪, রবিবার

রামেকে আরও ১০ জনের মৃত্যু

Advertisement

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে  আরও ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় ৪ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৪ জন। করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন ২ জন। গতকাল (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে আজ (০১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে এরা মারা যান। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জের ২ জন, রাজশাহীর ১ জন এবং নাটোরের ১ জন মারা গেছেন। 

করোনা উপসর্গে মৃতদের মধ্যে  রাজশাহী জেলার ২ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ জন এবং বাকি ১ জন নওগাঁর। তাছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ জন এবং নাটোর জেলার ১ জন।

হাসপাতাল পরিচালক আরও জানান, আজ (১ সেপ্টম্বের) সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। ১ দিন আগেও এই সংখ্যা ছিল ১৫৩ জন।

জনের নমুনায়। 

গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১১ জন।  এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। তাদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement