২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

রাশিয়ায় চীনা ড্রোন কোম্পানির ব্যবসা স্থগিত

Advertisement

চীনা ড্রোন জায়ান্ট ডিজেআই টেকনোলজি কো লিমিটেড জানিয়েছে, তারা রাশিয়া এবং ইউক্রেনে অস্থায়ীভাবে ব্যবসা স্থগিত করবে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম কোনো চীনা কোম্পানি রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত করল।

চীনা কোম্পানি ডিজেআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা ও সম্মতির প্রয়োজনীয়তা পুনঃমূল্যায়ন করছে। বেসরকারি কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, বর্তমানে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের সমস্ত ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হবে।

যুদ্ধ শুরুর পর যদিও পশ্চিমা সংস্থাগুলো প্রতিবাদ হিসেবে রাশিয়া থেকে নিজেদের প্রত্যাহার করেছে। তবে অনেক রাশিয়ার সাথে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন। রুশ হামলার পরিপ্রেক্ষিতে চীন মস্কোর সমালোচনা থেকে বিরত ছিল এতদিন। তবে চীনা কোম্পানিটির ব্যবসা স্থগিত মস্কোর ব্যাপারে অন্য কোনো ইঙ্গিত দেয় কি না তা অদূর ভষ্যিতেই জানা যাবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement