২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেলো ১৩তম ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস’

Advertisement

নানা আয়োজনে যুক্তরাজ্যের বাছাই করা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা দিয়েছে ‘কারি লাইফ মিডিয়া গ্রুপ’।

রোববার সেন্ট্রাল লন্ডনে গ্রোভনর হাউজ হোটেলে এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আয়োজক প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের ১৩তম এ আয়োজনে এবার পাঁচটি ক্যাটাগরিতে ৪০টি অ্যাওয়ার্ডস দেওয়া হয়। এর মধ্যে রয়েছে- কারি লাইফ এডিটর চয়েস অ্যাওয়ার্ডস, কারি লাইফ বেস্ট রেস্টুরেন্ট অ্যাওয়ার্ডস, বেস্ট শেফ অ্যাওয়ার্ডস, বেস্ট টেকওয়ে অ্যাওয়ার্ডস ও কারি লাইফ লেজেন্ড অ্যাওয়ার্ডস।

এর পাশাপাশি তিনটি বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয় যার মধ্যে রেস্টুরেন্ট খাতে অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস পান স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার শেজান ইন্ডিয়ান রেস্টুরেন্টের আব্দুল গণি।

এছাড়া বিশেষ কারি লেজেন্ড অ্যাওয়ার্ডস দেওয়া হয় স্টোক অন ট্রেন্ট-এর কিসমত রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা প্রয়াত আলাউদ্দিন আহমদকে। বেস্ট লাক্সারি বিজনেস হোটেল অ্যাওয়ার্ডস পেয়েছে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। হোটেলের পক্ষে অ্যাওয়ার্ডস নেন জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার ও মার্কেটিং ডিরেক্টর শহিদুস সাদেক।

সাংবাদিক ও লেখক এডাম বোল্টনের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন মিনিস্টার ফর স্টেট ফর লকাল গভর্নমেন্ট পল স্কালি, বিশেষ অতিথি ছিলেন কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ (সিবিআই) এর সদ্য সাবেক চেয়ারম্যান লর্ড করণ বিলিমোরিয়া। স্বাগত বক্তব্য দেন ‘কারি লাইফ’ সম্পাদক সৈয়দ বেলাল আহমদ। উপস্থিত ছিলেন ব্রিটিশ সংসদ সদস্য রুশনারা আলী।

সমাপনী বক্তব্য দেন কারি লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement